নরসিংদীর শিবপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ আওতাভুক্ত অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার সকালে উপজেলার সাধারচর ইউনিয়নের ৭৬৬ দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিহুল গনী স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জহিরুল হক ভূইয়া, ইউপি সদস্য রহিম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্যা শামসুন্নাহার, তানিয়া সুলতানা প্রমুখ।