নরসিংদীর শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলা সদর থেকে শুরু হয়ে মিছিল কলেজ গেইট শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহফুজ আদনান সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে চলতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকারের প্রতি আহবান জানান তারা।