আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের ঐতিহাসিক ফুটবল খেলা অনুষ্ঠিত

আগের সংবাদ

রায়পুরায় মায়ের হাতে ৩ বছরের শিশু খুন!

পরের সংবাদ

ব্রিজের নিচে পড়ে ছিলো ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৭:৩৮ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবির হোসেন বাড়ীতে ফেরেনি। এবিষয়ে রাতেই তার পরিবারের পক্ষ থেকে শিবপুর থানায় যোগাযোগ করা হয়। পরে বুধবার সকালে ব্রিজের নিচে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় হত্যা করে ব্রিজের নিচে ফেলে রাখে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নরসিংদী মিরর/এফএ