নরসিংদীর শিবপুরে বাস ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অঞ্জাত নামা এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১০ টায় নরসিংদী মিররের কাছে এ তথ্য নিশ্চিত করেছে ইটাখলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হায়দার তালুকদার।
ইটাখলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হায়দার তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিঘর এলাকায় বিআরটিসি বাস ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কার্ভাড ভ্যানের চালক বা হেলপার হতে পারে।দূর্ঘটনার পরেই বাসের চালক পালিয়ে গেছে। আর বাস ও কার্ভাড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।