নরসিংদীর রায়পুরায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ ৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে ব্যবসায়ী হাজী আব্দুর রহমান এর বাড়িতে এই ঘটনা ঘটে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৩-৪ জনের একটি ডাকাতদল বিল্ডিং ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে তিন লক্ষ টাকা সহ প্রায় ৯ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, তারা ডাকাতি ঘটনায় গভীর উদ্বিগ্ন। দ্রুত এই অঞ্চলে ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তারা জোর দাবি করেন।
এ ঘটনায় ব্যবসায়ী হাজী আব্দুর রহমান বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেফতার করব।’