নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নব-যোগদানকৃত রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম. নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক।
এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক রফিক, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দিদার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সমৃদ্ধ রায়পুরা উপজেলা বিনির্মাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নরসিংদী মিরর/এফএ