নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. আপেল মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে । সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আপেল উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। দুই বোন ও চার ভাইয়ের মধ্যে আপেল ছিল সবার ছোট। মাত্র চরা মাস আগে আপেল বিয়ে করেন।সংবাদ পেয়ে নিহতের ভাই ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।
ভৈরব হাইওয়ে থানার এসআই মো. দেলোয়ার হেসেন জানায়, সিএনজি চালক আপেলের আজ থানায় ডিউটি ছিল। গ্যাস নেওয়ার জন্য ভৈরব গিয়েছিল। ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড় যায়। আর ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় গাড়ি সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কেউ আহত হয়নি। ঘটনার পর চালক পালিয়ে যায়।নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।