মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর টেকপারা সমিতি ঘরের পূর্ব দিকে ৩.২০ মিনিটে ট্রলির ধাক্কায় হাসিম মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত হাসিম মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সোলায়মান এর চাচা। নিহত হাসিম মিয়া বেলের ব্যাপারী হিসেবে এলাকায় পরিচিত।
এলাকাবাসী জানান, রাস্তা পারাপার এর সময় একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীরা আরো জানান প্রায়ই এই সব ট্রলি বেপরোয়াভাবে চলাচল করে এবং দূর্ঘটনা ঘটায়।