মনোহরদীর হাতিরদিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
শনিবার সকাল ১০ টায় হাতিরদিয়া রাজিউদ্দীন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধনের আয়োজন করেন ছাত্র-শিক্ষক,শ্রমজীবি সহ সকল শ্রেণী পেশার মানুষ।পাশাপাশি মানববন্ধনে যুক্ত হয় বিভিন্ন সামাজিক সংগঠন। “এসো বাঁচতে শিখি” সেখানে সক্রিয় ভুমিকা রাখে এবং সকলের সাথে সুর মিলিয়ে ৫ দফা দাবিতে অনড় থাকে ।
দাবিসমূহ হলো:
১.সকল সামাজিক কর্মকান্ডে এবং প্রতিষ্ঠানে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২.সকল পরিবহনে নারী,শিশু ও প্রতিবন্ধীদের জন্য নিদিষ্ট আসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩.অপ্রীতিকর হয়রানি রোধের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ভাড়া বিরম্বনা দূর করতে হবে। অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।
৪.সকল জনবহুল জায়গায় স্থানীয় থানা পুলিশের হটলাইন নম্বর দিতে হবে। যাতে হয়রানির শিকার হলে তাৎক্ষনিক অভিযোগ করা যায়।
৫.ধর্ষণের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।
মানববন্ধনে প্রতেকের হাতে ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড’, ‘নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র’- প্রভৃতি লেখা প্ল্যাকার্ড শোভা পায়।