নরসিংদী মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চারবারের চেয়ারম্যান আঃ কাদির গত ১৬ আগষ্ট রবি বার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে গত ২৫ ই আগষ্ট মঙ্গল বার অত্র গোতাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুই বারের ইউঃপি সদস্য প্যানেল চেয়ারম্যান দুইবারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কাজল মিয়া পূনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গোতাশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কাজল মিয়া জানান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভীষণ তা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন পাশাপাশি স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এবং নরসিংদী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বর্তমান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সাহেবের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার করেন।