রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের সভাপতি জলিল, সম্পাদক শরীফ

আগের সংবাদ

রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পরের সংবাদ

ছাত্ররা বুকের রক্ত ঢেলে মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল- মঈন খান

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৭:০০ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সারা বিশ্ব মেনে নিয়েছে, ১৯৫২ সালে ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশে তাদের মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল। শুধু ভাষা আন্দোলন নয়, দেশে গণতন্ত্রের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা বুকের রক্ত ঢেলে দিয়ে পুনরায় ২০২৪ সালে ৫ আগস্ট প্রমাণ করেছে তারা এদেশের সুযোগ্য সন্তান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান আরো বলেন, আমরা বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূরান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্রদের যে গৌরব রয়েছে সেই গৌরব স্মরণ রেখে তাদের উচ্চ শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত হয়ে এদেশ পরিচালনা করার গুরু দায়িত্ব নিতে হবেও বলেন তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: আইনুল হক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নরসিংদী মিরর/এফএ