বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে পলাশ উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহানশাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, কবিতা আবৃতি, হামদ-নাত ও সংগীত পরিবেশন করেন।
শিক্ষার্থীদের সামনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুজ্জামান গাজী।