পবিত্র ঈদ-উল-আযহার পর থেকেই নরসিংদী সদরের চরাঞ্চলের সাথে সংযোগ সৃষ্টিকারী শেখ হাসিনা সেতু তে পর্যটকদের ভীড় জমেছে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের মানুষের আনাগোনা চলে সেতুর উপরে এবং নিচে নৌকাতে । ঈদ পরবর্তী আনন্দ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শেখ হাসিনা সেতুর উপর নিচ। ৪ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ফরহাদ হোসেন অনিক(১৭) নামের কিশোর নিহত হলে জেলা প্রশাসন নড়েচড়ে বসেন । সেতুতে জনসমাগম কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার থেকে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত । ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিচ্ছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবারেও ( ৭ আগস্ট) চলে ভ্রাম্যমান আদালতের কাজ । ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ও জরিমানা করা হচ্ছে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটর বাইক কে । মাস্ক পরিধান না করা জনসাধারণ কে আনা হচ্ছে জরিমানার আওতায় । সেতুর নিচে নৌ ভ্রমণেও এসেছে নিষেধাজ্ঞা। মোটর বাইক চালক বলেন, “আমার মোটর বাইকের কাগজপত্র ঠিক না থাকায় আমাকে জরিমানা করা হয়েছে। ” স্থানীয় লোকজন বলছেন, জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে তাদের জীবনে প্রশান্তি এসেছে । করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকে তাদের মনের ভয় কেটেছে ।