মার্কিন নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বেশিরভাগ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশ শেষ হয়েছে।
সবশেষে ৬ টি অঙ্গরাজ্যের গণনার ওপর নির্ভর করছে পূর্ণাঙ্গ ফল। নেভাদা,এরিজোনা,পেনসিলভানিয়া,জর্জিয়া,নর্থ ক্যারোলিনা ও এলাস্কায় এখনও ভোট গণণা চলছে।
সর্বশেষ হিসেব অনুযায়ী, ২৬৪ ইলেকটোরাল ভোট তুলে নিয়ে জয় অভিমুখে ছুটে বেড়াচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
অ্যারিজোনা,ক্যালিফোর্নিয়া,কলোরাডো,হাওয়াই,নিউইয়, নর্থ ক্যারোলাইনা,ওরিগন,কানেকটিকাট, ওয়াসিংটন,ওয়াশিংটন ডিসি, অরেগন, ক্যালিফোর্নিয়া, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ভারমন্ট, মিনেসোটা, ভার্জিনিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও কলোরাডো অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন তিনি।
অপরদিকে ২১৪ ইলেক্টোরাল ভোট পকেটে পুরেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিজয়ী হওয়া রাজ্যগুলোর মধ্যে আছে- আলাবামা, আরকানসাস, কেন্টাকি, ইন্ডিয়ানা,ইওয়াহ,মিসিসিপি,মিসৌরি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, ফ্লোরিডা, মন্টানা, ইউটাহ, লুইসিয়ানা, টেনেসি,ইদাহো, টেক্সাস, ইন্ডিয়ানা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইয়োমিং, ক্যানসাস, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।