নরসিংদীর রায়পুরায় সরাসরি লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্মুখ লটারির মাধ্যমে উপজেলার ২৪টি ইউনিয়নে মোট ৪৬জন ডিলার নিয়োগ পেয়েছে।
নিয়োগ প্রক্রিয়া ও লটারি পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শিখা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান সরকার, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসেন।
এছাড়াও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক সহ সাংবাদিক প্রতিনিধি, পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সকলের সম্মুখে লটারির মাধ্যমে মোট ৪৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহত্তর রায়পুরা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৮ হাজার ১৪৫ জন উপকার ভোগী রয়েছে।