প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীতে ছাত্রলীগের বিক্ষোভ

আগের সংবাদ

দুই এমপিকে মালয়েশিয়ায় সংবর্ধনা

পরের সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক সংবাদ প্রকাশের অনুরোধ

মিরর ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর শিক্ষক ড. গোলাম আরিফকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি ওই সংবাদের প্রতিবাদ এবং প্রকৃত তথ্য তুলে ধরার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এর প্রতিবাদ জানান। তাছাড়া তিনি প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পত্রও লিখেছেন।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘গত ২৪ মে, ২০২৩ কিছু পত্রিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কমিটির গত ২৪ মে অনুষ্ঠিত মুলতবী সভায় আমাকে জড়িয়ে সহকর্মীকে অসম্মান ও হুমকির অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও আমাকে হেয় প্রতিপন্ন করার একটি গভীর ষড়যন্ত্র। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং যথাযথ প্রক্রিয়ায় সঠিকভাবে খোঁজ-খবর নিয়ে এমন ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদসহ ন্যায় সংগত একটি সংবাদ প্রকাশ করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ সহকারে জোর দাবী জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি