নরসিংদীর রায়পুরা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের আয়োজনে এসএসসি ফলপ্রার্থীদের অভিভাবক ও বিশিষ্টজনদের সাথে “সন্তানের ক্যারিয়ার ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য ও পরিচালনা কমিটির সহসভাপতি মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার হারুন অর রশিদ, কলেজের সহসভাপতি ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হোসেন ভূঁইয়া, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রামনগর হাই স্কুলের সভাপতি এডভোকেট রবিন আকুনজি, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ নির্বাহী কমিটির সদস্য আলহাজ ছানাউল্লাহ ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ বলেন, উন্নত ক্যারিয়ার গঠনের জন্য একজন শিক্ষার্থীকে ধারাবাহিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আমরা এ লক্ষ্যে তাদেরকে এগিয়ে দিতে চাই।সত্য, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরীর লক্ষ্যে বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে এ কলেজে ভর্তি করে আমাদের প্রচেষ্টার অংশীদার হন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ ইউসুফ আলী বলেন, গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করি। শিক্ষানুরাগীদের অসামান্য অবদান ও গ্রামবাসীর ঐকান্তিক সহযোগিতার ফলে আজ এ প্রতিষ্ঠান রায়পুরার পূর্বাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের সম্পদ। তাই তাদের উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদেরকে হাতে কলমে পাঠদানের পাশাপাশি নৈতিক মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বড় অংশই নারী। তাই তিনি নারী শিক্ষা প্রসারের প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেন। গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা যেন অর্থনৈতিক সংকটের কারণে পড়ালেখায় পিছিয়ে না পড়ে সেজন্য কলেজে দীন মোহাম্মদ পন্ডিত সাহেব স্মৃতি শিক্ষাবৃত্তি সহ বেশ কিছু শিক্ষাবৃত্তির ব্যবস্থা চালু রয়েছে বলে তিনি জানান। কলেজের অবকাঠামো উন্নয়ন সহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে উপস্থিত বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব আপনারা পাশে থাকলে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমার পক্ষে সহজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নরসিংদী মিরর/এফএ