“মানবতার আলোর” পক্ষ থেকে নরসিংদী জেলার পলাশ থানার জিনারদী ইউনিয়ন এর কুড়াইতলি বাজারে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে।
লকডাউন এর কারণে আপাতত সীমিত আকারে চালু করা আছে। ওয়াইফাইতে কোন পাসওয়ার্ড দেওয়া নেই। শুধুমাত্র কানেক্ট করলেই ওয়াইফাই চালু হয়ে যাবে।
মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল কুমার দে জানান, করোনা কালীন সময় সকল স্কুল কলেজ বন্ধ আছে। সবাইকে এখনও অনলাইনে কাজ করতে হয় । সকল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কথা মাথায় রেখে ওয়াইফাই জোন চালু করা হয়।
উল্লেখ্য,লকডাউন এর পরে ওয়াইফাই জোন টি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেয়া হবে।