করোনা মোকাবেলায় আবারও মাঠে নেমেছে উদ্দীপ্ত তারুণ্য পরিবার

আগের সংবাদ

নরসিংদীতে মানসিক রোগীর এলোপাতাড়ি কুপে নিহত ২

পরের সংবাদ

করোনা মোকাবেলায় আবারও মাঠে নেমেছে দুরন্ত পলাশ

ইসরাত জাহান পূর্ণিমা 

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ , ১১:৩৪ অপরাহ্ণ

করোনার ২য় ঢেউ মোকাবেলায় গত বছরের মত আবারো মাঠে নেমেছে নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন দুরন্ত পলাশের সদস্যরা।

আজ ৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে পলাশ ওয়াপদা গেইট সংলগ্ল সকাল সন্ধ্যা সুপারমার্কেট, শিল্পাঞ্চল কলেজ গেইট, পলাশ বাজার ও আশেপাশের এলাকায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন দুরন্ত পলাশের কর্মীরা।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গতবছর দুরন্ত পলাশ মাস ব্যাপি উপজেলার প্রতিটি একলায় জীবাণু নাশক স্প্রে, মাস্ক বিতরণ কার্যক্রম করে,তাছাড়া ৫০০ শতাধিক পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করে। গতবছরের মতো এবারও করোনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবীরা আজ ৫০০ শত ফ্রী মাক্স বিতরণ কার্যক্রম করে।

আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, দুরন্ত পলাশের সিনিয়র সহ সভাপতি মো মেজবাহ উদ্দিন, তৌকি, বিল্লা সহ দুরন্ত পলাশের কর্মীরা।

দুরন্ত পলাশের সদস্যরা জানান, আমরা গত বছর করোনা প্রতিরোধে যেভাবে সকলের পাশে থেকে কাজ করেছি এবারো করোনার ২ য় ঢেউ প্রতিরোধে সকলকে সার্বিক সহযোগিতা প্রদান করব। শুধুমাএ করোনা প্রতিরোধে নয়, অন্যান্য সকল দুর্যোগে দুরন্ত পলাশ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।