শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আগের সংবাদ

মাদ্রাসা ছাত্র হত্যা ও মুসল্লিদের উপর জুলুমের প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ

পরের সংবাদ

চরসিন্দুর বহুমুখী সরকারী বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

নাদিয়া ভূঁইয়া

প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ , ২:০৩ পূর্বাহ্ণ

২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে “চরসিন্দুর বহুমুখী সরকারি বিদ‍্যালয়।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণ করেছে।

কবিতা আবৃত্তি,নৃত‍্য,গান, কৌতুক অনুষ্ঠানটি প্রানবন্তত করে তুলে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরন করেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক।

সর্বোচ্চ সতর্কতা মেনে আয়োজনে সুবর্ণজয়ন্তীর কর্মসূচিছিল আজ।

 ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের এই কর্মসূচি শুরু হয়েছে ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে। আজ শুক্রবার স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে তা শেষ হয়েছে।