মনোহরদীতে বিনাদোষে কারাবন্দী ছয় ব্যক্তি

আগের সংবাদ

আবারো টেঁটা যুদ্ধে অস্থির নরসিংদীর চরাঞ্চল

পরের সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে চরসিন্দুর উচ্চ বিদ‍্যালয়ে ১০ দিনব‍্যাপী অনুষ্ঠান

নাদিম ভূইয়া

চরসিন্দুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২১ , ৯:৩৮ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপি অনুষ্ঠানমালা আয়োজন করেছে চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়। গত ১৭ই মার্চ থেকে শুরু হয়ে ২৬শে মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা।

আজ শনিবার (২০ ই ফেব্রুয়ারি ) চতুর্থ দিবসে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ” দূর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মূখ্য “। স্কুল মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে
অংশগ্রহণ করেন বিদ‍্যালয়ে অধ‍্যায়নরত ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষের দল ও
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দশম শ্রেণির শিক্ষার্থী নিলয় মিয়া।

সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্দীপ্ত করবে বিতর্ক প্রতিযোগিতা আয়োজকদের বিশ্বাস এটি।