১৯শে মার্চ, শুক্রবার সকালে মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলা শিক্ষক- কর্মচারী কো অপারেটিভ ইউনিয়ন কর্তৃক পলাশ উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পলাশ উপজেলার ১০ম বার্ষিক সাধারণ সভার উদ্বোধক ছিলেন রুমানা ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার, পলাশ,নরসিংদী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ,পলাশ,নরসিংদী,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আলহাজ্ব শরিফুল হক, মেয়র, ঘোড়াশাল পৌরসভা আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী এবং আরও অনেকে।
পলাশ উপজেলার কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মাইশা জান্নাত, নাফিসা তাসনিম অধীরা, আদিত্য সূত্রধর,সানজিদা নাহার,মম দাস,জান্নাত জাহান তানজীম, অনুপম বর্ধন,জামিল আহম্মদ জিসান,সানজানা আহমেদ, অজন্তা সূত্রধর, নাজমুল ফারুক, অর্ঘ কমল দাস,ধ্রুব ভৌমিক,জেবা তাসনিয়া টিনা,ফাতিন নিহাল তন্ময়।
পলাশের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাইশা জান্নাত দুরন্ত পলাশ এর সিনিয়র সহসভাপতি প্রফেসর মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া ও খালেদা বেগম শিক্ষক দম্পতির বড় মেয়ে।সে বড় হয়ে মানবিক মানুষ হতে চায় এবং দেশের কল্যানে কাজ করতে চায়।তার প্রতিভার বিকাশ নিজের কর্মের মধ্যে সে এখনি তা ফুটিয়ে তুলছে।