রায়পুরায় দুর্বৃত্তের হামলায় দুই সন্তানের জননী খুন

আগের সংবাদ

ফেসবুকিং বিরম্বনা

পরের সংবাদ

‘দুরন্ত পলাশ’ এর পরিচালনায় কাজৈর পাঠাগার  উদ্বোধন

ভাপন মিএ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১ , ১১:৩২ অপরাহ্ণ

পলাশ উপজেলার সামাজিক সংগঠন “দুরন্ত পলাশ” এর পরিচালনায় ডাংগা ইউনিয়নের কাজৈর বাজারে “আলোকিত কাজৈর পাঠাগার” নামে একটি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয় ৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবেরুল হাই,চেয়ারম্যান,ডাংগা ইউনিয়ন পরিষদ ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনায়েত হোসেন,সেক্রেটারী,ডাংগা ইউনিয়ন ছাত্রলীগ ৷ আরো উপস্থিত ছিলেন জনাব মাসউদুল ইসলাম রানা, প্রেসিডেন্ট,দুরন্ত পলাশ ও জনাব মেজবাহ উদ্দিন ভূইয়া,ভাইস-প্রেসিডেন্ট,দুরন্ত পলাশ ৷ সভাপতিত্ব করেন জনাব সোরহাব হোসেন রোকন,সেক্রেটারি,দুরন্ত পলাশ ৷

এই পাঠাগার করার মূল উদ্দেশ্য হলো:

১.এলাকার ছাত্র-ছাত্রীদের বই পড়ায় উদ্বুদ্বকরণ ও বৃহওর পাঠকসমাজ সৃষ্টি করা ৷

২.সৃজনশীল ও মেধাবী জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন ৷

৩.উচ্চশিক্ষার্থে ও ক্যারিয়ার গঠনে গাইড লাইন প্রদান ৷

৪.সামাজিক এবং মানবিক মূল্যবোধ গঠন ও বিকাশে ভূমিকা পালন ৷

৫.গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বার্ষিক বৃ সহ সার্বিক সহায়তা প্রদান ৷

৬.সন্ত্রাস,অপসংস্কৃতি ও কুসংস্কারের বিপরীতে সুস্থ্য সংস্কৃতিচর্চা ও বৈজ্ঞানিক দৃষ্টিভংগি গড়ে তোলা ৷