১৬ জানুয়ারি নরসিংদীতে নাটাব কতৃক আয়োজিত হলো তামাকজাত দ্রব্য বিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি। তাদের দাবি “শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সকল প্রকার তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হোক”
এই শ্লোগানকে সামনে রেখে আজ সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর তামাক নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যেখানে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে সকলের অংশগ্রহণে একটি র্যালি প্রেস ক্লাব থেকে উপজেলা শিক্ষা অফিস পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠান থেকে সকলে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সকল প্রকার মাদকদ্রব্য বন্ধ, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও পাবলিক প্লেসে মাদক সম্পূর্ন নিশিদ্ধের দাবি জানায়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটাব এর কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা শাখার নেতৃবৃন্দ। নাটাবের কেন্দ্রীয় কর্মকতারা মাদকের বিভিন্ন ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য আহব্বান করেন।