নরসিংদী সদরের চরাঞ্চল নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুর গ্রামের যুবকদের নিয়ে গঠিত হয় “দড়ি নবীপুর সমাজ কল্যাণ সংস্থা”। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ উন্নয়নে নানা ধরনের কার্যক্রম চালিয়ে আসছে।
সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ১১ ডিসেম্বর রাত ৮ টার দিকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ৬০ টির অধিক কম্বল বিতরণ করেন ‘দড়ি নবীপুর সমাজ কল্যাণ সংস্থা’। এছাড়া নজরপুর ইউনিয়নের বটতলা এতিমখানায় সকল শিক্ষার্থীর মাঝে গরম টুপি ও কম্বল বিতরণ করেন সংস্থাটির কর্মীরা।
এ প্রসঙ্গে সংস্থাটির মুখপাত্র জাহিদ হাসান সরকার বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্ররা শীতে অনেক কষ্ট পান। আশাকরি আমাদের দেওয়া উপহার গুলি তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
তিনি জানান, আগামিতেও সমাজের এ স্তরের লোকদের জন্য ভাল কিছু করার উদ্যোগ নেওয়া হবে।