নরসিংদীর চরাঞ্চলে নেশার টাকা পেয়ে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা

আগের সংবাদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নরসিংদীতে বাল্যবিবাহ পন্ড!

পরের সংবাদ

নরসিংদীতে ধর্ষণবিরোধী মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস

মো.রাসেল আহমেদ,নরসিংদী সদর।

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০ , ১০:১২ অপরাহ্ণ

দেশব্যাপী চলমান ‘ধর্ষণ’ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজ ১৫ অক্টোবর ‘খেলাফত মজলিস’ নরসিংদী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসরের নামাজের পর নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মাদ্রাসা থেকে একটি মিছিল বের হয়। ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেঁড়ে দে’ শ্লোগানে শ্লোগানে মিছিলটি পৌর চত্বরের সামনে গিয়ে অবস্থান নেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বৌয়াকুড় মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ইসমাঈল হোসেন নূরপুরী।

পরবর্তীতে পৌর চত্বরের সামনে খেলাফত মজলিসের নেতারা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। তারা বলেন, নারীদের অশ্লীল উপস্থাপন ও বিভিন্ন বাণিজ্যিক পণ্যে নারীদের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে। মাদক সরবরাহ ও প্রাপ্তির সকল পথ বন্ধ করতে হবে।