পলাশ উপজেলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ উপজেলা পরিষদে বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ চরসিন্দুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের হাতে প্রথম পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লা সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার এ কে ফজলুল হক।দ্বিতীয় স্থান অর্জন করে পলাশ থানা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান ডাংগা উচ্চ বিদ্যালয়।
বিজয়ী প্রতিষ্ঠান পুরস্কার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এমন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার দিকে দেশ এগিয়ে যাবে বলে আশা করেন।