মনোহরদীর গোতাশিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বকচর ও বাঘিবাড়ি গ্রামে স্থানীয় তরুণ খেলোয়াড়দের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে এই খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
বকচর গ্রামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাদিকুর রহমান মাহফুজ, যুববিভাগের সভাপতি রুহুল আমিন আকন্দ, এবং শিবির সভাপতি মুরাদ মুন্সি।

অন্যদিকে, বাঘিবাড়ি গ্রামে অনুষ্ঠিত অনুরূপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাদিকুর রহমান মাহফুজ এবং যুববিভাগের সভাপতি রুহুল আমিন আকন্দ।
বিতরণকৃত খেলাধুলার সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, স্ট্যাম্পসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ। বকচর গ্রামের তরুণ খেলোয়াড়দের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় বকচর প্রাইমারি স্কুল মাঠে, এবং বাঘিবাড়ি গ্রামের তরুণরা সামগ্রী গ্রহণ করে বাঘিবাড়ি হাই স্কুল মাঠে।
জামায়াত নেতৃবৃন্দ জানান, “প্রতিটি গ্রামে গ্রামে এভাবেই খেলাধুলার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।”
সামগ্রী হাতে পেয়ে গ্রামের তরুণ ও কিশোর খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান।