নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পৌষমেলা। উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহাপুর গ্রামে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে এই মেলা শুরু হয়।
অন্যান্য বছর তিনদিন ব্যাপী ছিল কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে এই মেলা হয়েছে মাত্র একদিন ব্যাপী।
সাধক মাহমুদ শাহ ফকিরের তিরোধান দিবসকে উপলক্ষ্য করে প্রতিবছর পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলা বসে। এ বছর ছিল ৬১১তম তিরোধান দিবস। ৬১০ বছর ধরে এই মেলা আয়োজন করে আসছে এলাকাবাসী। এখানকার মানুষের বিশ্বাসকরেন সাধক মাহমুদ শাহ পায়ে হেটে পানির ওপর দিয়ে নদী পার হতেন।
এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের মানুষদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এমনকি মেয়েরা নাইওর আসে তাদের পরিজন নিয়ে। মেলায় আশেপাশের প্রায় ১৫টি গ্রামের মানুষ আসে এখানে।
মেলা ঘুরে দেখা যায়, বাচ্চাদের খেলনা, মাটির তৈজসপত্র, পুতুল, চরকি, কসমেটিকস আর নানান খাবারের সমারোহ। সকল শ্রেণির মানুষ এসব দোকান ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করেন।
মেলার এক বিক্রেতা বলেন, আমি ১৫ বছর ধরে এই মেলায় দোকান নিয়ে বসি। এখানে প্রতিবছর প্রচুর মানুষের আগমন হয়। বিক্রিও ভালো হয়। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার মেলার ব্যাপ্তি কম। তবু বেচাকেনা ভালো।