বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার বিষয়টি অনেকে মানতে নারাজ। তিনি খুন হয়েছে বলে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন এই তারকার পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন তারকা।
এর আগেও সুশান্তের ময়নাতদন্ত করা হয়েছিল। তিনজন চিকিৎসকের স্বাক্ষর করা ঐ রিপোর্টেও সুশান্তের মৃত্যুর একই কারণ উল্লেখ্য করা হয়েছিল। তবে এবার চূড়ান্ত রিপোর্টে ৫ জন চিকিৎসকের সই রয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
সুশান্তের ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার পর ময়নাতদন্তে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।