চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সবুজ

আগের সংবাদ

সংবিধান সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে কিন্তু আ’লীগ বিভাজন সৃষ্টি করেছিল- এড. ইউসুফ আলী

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুন ২২, ২০২৫ , ১২:২১ পূর্বাহ্ণ

ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ ইউসুফ আলী বলেছেন, বাংলাদেশের সংবিধান সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে কিন্তু আওয়ামীলীগ বিগত ১৬ বছর সংখ্যালঘু নামে মুসলিম, হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষের মাঝে বিভাজন তৈরি করেছিলো।

শুক্রবার (২০ জুন) সন্ধায় নরসিংদীর রায়পুরা উপজেলা (পশ্চিম) জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক ও বর্তমান ছাত্র  দায়িত্বশীল প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট ইউসুফ আলী বলেন, আওয়ামীলীগ মেজরিটি, মাইনরিটি বলে জাতীকে বিভাজন করেছে, তারা মাইনরিটির প্রতি ইঙ্গিত করে বুঝাতে চেয়েছে এদেশের সংখ্যালঘুরা অসহায়। কিন্তু আমরা মাইনরিটি বলি না, আমরা বলি তারা আমাদের ভাই। প্রকৃতপক্ষে আওয়ামীলীগের দ্বারাই সংখ্যালঘুদের সম্পত্তি দখল করা হয়েছে, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নারীদের নির্যাতন করা হয়েছে। তাদের উপর অত্যাচার ও অবিচার করা হয়েছে। কিন্তু যখন কোন অঘটন ঘটে তখনই অঙুলি হেলান দেখা যাচ্ছে জামায়াতের দিকে।

তিনি আরো বলেন, আমরা বর্তমান প্রশাসনের নিকট জানতে চাই, গত সতেরো বছরে এই মাইনরিটি মাইনরিটি বলে যারা মুখে ফেনা তুলেছে, এই মাইনরিটির সহায়-সম্পদ যারা দখল করেছে, যারা তাদের বাড়ী থেকে উচ্ছেদ করেছে তাদের নাম তালিকা আকারে আমরা জানতে চাই। এদেশের জনগণের তা জানার অধিকার আছে।

ইউসুফ আলী বলেন, আওয়ামীলীগের আমলে এদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি থেকে শুরু করে সদস্য পদ পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছিল, প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে, ট্রাস্টগুলো দখল করা হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি যত বড় বড় প্রকল্প হয়েছে প্রত্যেকটাতে কাজের চেয়ে চুরি বেশি হয়েছে। মেগা প্রকল্পতে মেগা চুরি হয়েছে। শেখ হাসিনা ও তার আত্মীয়-স্বজনদের নামে বিদেশে হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে। এগুলো ছিলো এদেশের জনগণের সম্পদ। এজন্য প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে, বিচার হতে হবে। তাহলেই শহীদদের রক্তের বদলা আমরা পাবো।

রায়পুরা উপজেলা (পশ্চিম) জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান ও থানা ছাত্রশিবিরের সভাপতি ফাহাদ রহমান প্রমুখ।

নরসিংদী মিরর/এফএ