শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় থানা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ আদিল ভূইয়া।
থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রায়পুরা অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা ওয়ালী উল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন থানা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল্লাহ সুলায়মান, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘সকল ভাষা মহান আল্লাহ তায়ালা সৃষ্টি। তিনি ভাষার বিষয়ে পবিত্র কুরআনে আলোচনা করেছেন। ইতিহাস থেকে জানা যায়, পশ্চিম পাকিস্তানী শাসকগুষ্ঠী পূর্ব পাকিস্তানের সাড়ে ছয় কোটি মানুষের মাতৃভাষার অধিকার নিয়ে বৈষম্য করেছিল। আর ১৯৫২ সালে সালাম, রফিক ও বরকত সহ ভাষা শহীদগণ নিজের জীবন উৎসর্গ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। আমাদেরকে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হবে।’
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নরসিংদী মিরর/এফএ