ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ আহমেদ নামে মোটরবাইক চালক নিহত হন।
নিহতের আত্নীয় সূত্রে জানা যায়, নিহত শুভ আহমেদ বেলাব উপজেলার ভাটের চর গ্রামের তাহের মিয়ার ছেলে। সকাল ১০ টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি পরে গিয়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুভ আহমেদ বেলাব উপজেলার দুলালকান্দি বাজারের ঔষধ ব্যবসায়ী ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন । ছোট সন্তানের বয়স ৬ মাস। আজ ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব তাঁর জানাযায় অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।