আসছে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহজ্ব তানজীরুল হক (রনি) আজ শুক্রবার (১৫ই জানুয়ারি) ঘোড়াশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডে গার্লস স্কুল সংলগ্ন উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এখানে আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ববিন্দ ৷
উঠান বৈঠকে লোকজনের উপস্থিতি ও ছিল অন্যদের তুলনায় বেশি ৷ স্থানীয় লোকজন “নরসিংদী মিরর” কে জানায় এবার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আলহাজ্ব তানজীরুল হক (রনিকে) তারা মেয়র পদে দেখতে চান ৷ আরো বলেন তার বাবা মরহুম হাসানুল হক হাসান ছিলেন একজন ভালো মনের মানুষ ৷ আলহাজ্ব তানজীরুল হক (রনি) হলো আমাদের সকলের নয়নের মনি ৷
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব তানজীরুল হক (রনি) সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ৷