নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হবি (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান হবি শ্রীরামপুর এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাত পৌনে ১১টার দিকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর গরুর বাজারের বটতলায় আওয়ামীলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামী হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করতে মঙ্গলবার রাতে শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় এক শ্রমিক দল নেতার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।