নরসিংদীতে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলায় জেলা পর্যায়ে সিনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায় প্রথম হয়েছে ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা।
বৃহস্পতিবার (১৫ মে) আয়োজনের সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামেয়া কাসেমিয়া গ্রুপের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক এবং জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুই দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বিএম মইনুল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।
এসময় জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের অত্যাধুনিক যুগে বিজ্ঞানের ভূমিকাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রতিনিয়ত এ আই এর ভার্সন পরিবর্তিত হচ্ছে। তোমরা তোমাদের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির করতে না পারলে সফলতার নাগাল পাবে না। তাই আগেই স্থির করতে হবে, ভবিষ্যতে তুমি কি হতে চাও। এই আগ্রহ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। অতি ক্ষুদ্র বিষয় নিয়েও তুমি অনেক বড় হতে পারবে।’
অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নরসিংদী মিরর/এফএ