জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ইসলামিক স্টাডিজ হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নান্দনিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াস, স্মৃতি স্মারক ‘আল ইত্তিহাদ’ এর মোড়ক উন্মোচন করেন এবং শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সৎ, দক্ষ ও আদর্শবান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের আমলী মুসলিম হিসেবে পরিচয় দেয়ার মতো জীবন গঠনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দীন ভূঞা, বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবদুস সবুর, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইসরাইল হুসাইন, বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল খায়ের সরকার, সহকারী অধ্যাপক সৈয়দা হাফিজা সুমা, প্রভাষক মাসুদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার্স ফাইনাল ২০২১-২২ এর শিক্ষার্থী মোঃ যায়েদ আল মাহমুদ।
নরসিংদী মিরর/এফএ