নোয়াখালির বেগমগঞ্জ সহ সাড়া দেশের নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন করেন তরুণ জোটে’র নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীটি পালন করা হয়।
তরুণ জোটের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জোটে’র প্রতিষ্ঠাতা রায়হান উজ জামান ,সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ রায়হান সহ প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন,নোয়াখালীর বেগমগঞ্জ সহ সারাদেশে ঘটে যাওয়া নারী নির্যাতন, হত্যা ,ধর্ষণ সহ সকল প্রকার বৈষম্য মূলক আচরণের সঠিক বিচার করতে হবে। ধর্ষকের ফাঁসি দিতে হবে। নারীর সার্বিক নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে ।দেশে আর যেন কোনো প্রকার নারী নির্যাতন ,হত্যা ধর্ষণ না হয় সে ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।