নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হওয়া এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার (১৬) মারা গেছে। শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ২৭ এপ্রিল তার উপর হামলার ঘটনা ঘটে।
নিহত রাজন শিকদার উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে বন্ধুদের সঙ্গে স্থানীয় আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিল রাজন। এসময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ি এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে রাজন ও আশপাশের লোকজন এগিয়ে যান। পরে অটোরিকশা চালককে তারা নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।
এ ঘটনার পর সন্ধ্যায় জাহাঙ্গীর ও তার অনুসারীরা দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। হামলাকারীরা সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের ভাই রাসেল মিয়া বলেন, ‘হামলাকারীরা আমার ভাই রাজনকে পিটিয়ে গুরুতর আহত করে।তারা আমার বিকাশের দোকানেও হামলা চালায়। দোকান ভাঙচুর করে নগর টাকা লুট করে নিয়ে যায়।’
এদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানিনা। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দায়েরের জন্য যোগাযোগ করেছেন।’
নরসিংদী মিরর/এফএ