মনোহরদীতে জামায়াতের এমপি প্রার্থীর পক্ষে খেলাধুলা সামগ্রী বিতরণ

আগের সংবাদ

নরসিংদী-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মুন্না 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ , ১২:১০ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মুনাওয়ার রিয়াজ মুন্না।

এ উপলক্ষ্যে এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করছেন তিনি। উভয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে। তার সৌজন্যে কয়েকটি স্থানে শেখ হাসিনার রায় পরবর্তী শোকরানা মিছিল ও গণ মিষ্টিমুখ কর্মসূচি পালিত হয়েছে।

মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের এক উচ্চ শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। তার পিতা মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবুল ফজল মো: রিয়াজ উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি।

শৈশবকাল থেকেই শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক , নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ফ্যাসিবাদের আমলে কারাবরণ ও গুলির শিকার হতে হয়েছে প্রতিবাদী ও নির্ভীক এ তরুণকে। করোনা মহামারীতে জেলাজুড়ে ত্রাণ ও অক্সিজেন সেবা পৌঁছে দিয়ে মানুষের নজর কাড়েন তিনি। অসহায় মানুষকে পুনর্বাসন, নলকূপ ও সোলার বাতি স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় বিভিন্ন অনুদান দিয়ে থাকেন তিনি।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন মুনাওয়ার রিয়াজ মুন্না

তার সততা ও যোগ্যতার কারণে গণমানুষের মুখে আলোচনায় রয়েছেন। আগামী নির্বাচনে নরসিংদী-৪ আসনে এনসিপির মনোনয়ন পেলে তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন বলে তাঁর মনে করছেন তাঁর সমর্থকেরা।

এ বিষয়ে মুনাওয়ার রিয়াজ মুন্না বলেন, অর্থ ও পেশি শক্তিকে চ্যালেঞ্জ করে নতুন ধারার রাজনীতি চালু করেছে এনসিপি। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার শপথ নিয়েছি। দলীয় মনোনয়ন পেলে তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমি এ জনপদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই। আধুনিক নাগরিক জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নই হবে আমার ভিশন। আমি “শাপলা কলি” প্রতীকে এলাকাবাসীর দুআ ও সমর্থন চাই।