‘চাকুরী জাতীয়করণ, বেতন কোড পরিবর্তন ও পে-স্কেলের দাবি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুর বাতেন মিয়া।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের নরসিংদী জেলা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম, সহকারি প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ, আল-আমীন খান ও মুহাম্মদ ইমরান খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, হারুন অর রশীদ, শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে নরসিংদী সদর উপজেলা শাখাসহ একাধিক শাখার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা নেতৃবৃন্দ ।