তালা ভেঙ্গে বিএনপির ইফতারে ড. মঈন খান

আগের সংবাদ

নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিত ছাত্রদলের হামলা

পরের সংবাদ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

সুজন বর্মণ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩ , ৩:৩৫ অপরাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল আহসান কাজল (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত কামরুল আহসান কাজল মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শমসের আলীর ছেলে। তিনি মনোহরদী বাসস্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ব্যবসায়ী কাজল বন্ধুসহ মোটরসাইকেল চালিয়ে চৌরাস্তা মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। তারা অর্জুনচর মালেক মেম্বারের বাড়ীর কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের ওভারটেক করার চেষ্টা কালে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, দূর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। এব্যাপারে বিস্তারিত জানার জন্য খোঁজ নেয়া হচ্ছে।

নরসিংদী মিরর/এফএ