শাহেপ্রতাপ মোড়ে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আগের সংবাদ

ঘোড়াশালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

পরের সংবাদ

পলাশে কেক কেটে জাতীয় শিশু দিবস উদযাপন

নাদিয়া ভূঁইয়া

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ , ৮:০০ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১৭ মার্চ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে শিশুদের নিয়ে কেক কাটেন পলাশের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।