নরসিংদী-১ (সদর) আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থী ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি মো. মহিউদ্দিন জামিল বলেছেন “নরসিংদী আজ শুধু শিল্পনগরী নয়, শিক্ষা নগরী হিসেবেও পরিচিত। এখানে পঞ্চাশটিরও বেশি কলেজ থাকলেও একটি বিশ্ববিদ্যালয় নেই। নির্বাচিত হতে পারলে আমি নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করব।”
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নরসিংদী প্রেস ক্লাবে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ এসব কথা বলেন।
মহিউদ্দিন বলেন, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের পতনের পর জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারলেই আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।”
তিনি আরো বলেন, “নরসিংদীর মাধবদী, শেখেরচর, বাবুবাজারসহ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্রগুলোতে জুলাই বিপ্লবের পর কিছু চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা নির্বাচিত হলে নরসিংদীতে এক টাকার চাঁদাবাজিও চলবে না। একই সঙ্গে সুতা ও তাঁত শিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব।”
বিদেশগামী কর্মীদের দুর্ভোগ প্রসঙ্গে জামিল বলেন, “অনেকেই বৈধ উপায়ে বিদেশ যেতে না পেরে প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। আমরা বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকীকরণ করব এবং বৈধভাবে বিদেশগমনের প্রক্রিয়া সহজ করব।”
তরুণদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রদান করে উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে। বিসিক এলাকায় ক্ষুদ্র শিল্প প্রসারণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
নরসিংদী জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তওহীদ, নরসিংদী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাঈল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইসমাঈল জবিহুল্লাহ, মাওলানা শামসুদ্দিন প্রমুখ।