নরসিংদীতে মুজিব বর্ষ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদীতে করোনা টিকা প্রয়োগের  উদ্বোধন

পরের সংবাদ

পলাশের ডাঙ্গায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চায় আজাহার খন্দকার

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ১২:৩০ পূর্বাহ্ণ

পলাশ ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আজাহার খন্দকার।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা সাবেক সভাপতি ডাঙ্গা ইউনিয়ন মোঃ আজাহার খন্দকার। তিনি ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ প্রতিষ্ঠায় আজাহার খন্দকারের ভূমিক ছিল অন্যতম।

তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিয়েছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা।

এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ডাঙ্গা

বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।