জনকল্যাণে চরসিন্দুর বাজারে উন্নয়ন কাজের উদ্বোধন

আগের সংবাদ

শিবপুরের উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ

পরের সংবাদ

শিবপুরে লাইসেন্সহীন পণ্য বিপণনে ২ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০ , ১১:৫৩ অপরাহ্ণ

নরসিংদী নরসিংদীর শিবপুরে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য বিপণনের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুসারে উপজেলার শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক জানায়, লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য বিপণনের অপরাধে বাজারের এক সার ব্যবসায়ী ও মুদি ব্যবসায়ীকে কৃষি বিপণন আইনের মাধ্যমে উভয়কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়। স্থিতিশীল বাজার রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা।