নরসিংদীতে বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

বেষ্টনীতে বিচ্ছিন্ন বটতলা-উপজেলা মোড় ; বিপাকে দু'পাড়ের জনগণ

পরের সংবাদ

শিবপুরে ঐতিহ্যবাহি চিনাদী বিলে পোনামাছ অবমুক্তকরন

শিবপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০ , ৮:১৩ অপরাহ্ণ

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে জলাশয়ে শিবপুর উপজেলার ৭ টি স্থানে ২৯৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদীবিলে ১৪ সেপ্টেম্বর দুপুরে বিভিন্ন প্রজাতির ১৬০ কেজি পোনামাছ অবমুক্ত করেন নরসিংদী-৩, শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, জেলা মৎস্য অফিসার মোঃ বেলাল হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, শিবপুর উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন ও সহকারী মৎস্য অফিসার দিলীপ কুমার ধর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আজিজুর রহমান খান বুলু মাস্টার, আব্দুল হাই মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধাসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।