নরসিংদী শহরে  মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন

আগের সংবাদ

রায়পুরায় সাবেক এমপি আব্দুল আলী মৃধার ২য় মৃত্যুবার্ষিকী পালিত

পরের সংবাদ

রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ফরহাদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: মার্চ ৮, ২০২১ , ১১:৪১ অপরাহ্ণ

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

সোমবার (৮মার্চ) সকাল ১১টায় রায়পুরা উপজেলা চত্বরে বর্ণাট্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, কিশোরী ক্লাব, মহিলা কল্যাণ সংস্থার কর্মকর্তা, সদস্য এবং সাংবাদিক বৃন্দ।

বক্তারা নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নারীর অধিকার নিশ্চিত করণে সরকার ও জনগনের প্রতি আহবান জানান।