নরসিংদীতে বন্ধুদের প্রচেষ্টায় কম্বল বিতরণ

আগের সংবাদ

নরসিংদীর সদরের করিমপুরে নৈশ্য ম্যাচে ইকবাল একাদশের জয়

পরের সংবাদ

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে কাজ করায় বাড়িতে হামলার অভিযোগ

আকরাম হোসেন

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১ , ১০:১২ অপরাহ্ণ

বুধবার(৫ জানুয়ারী) নরসিংদীর রায়পুরার তুলাতুলি গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অতকির্ত আক্রমণ!

সম্প্রতি শফিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।তাতেই যেন বিপত্তি তার!কিছু মাদক সেবনকারী ও বিক্রেতা (অজ্ঞাতনামা) যারা তার বাড়িতে পর পর একাধিক বার আক্রমণ করে!

তুলাতলী এলাকার মৃত আব্দুল বাছির মুন্সীর ছেলে মো. শফিকুল ইসলাম জানান, বুধবার ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি আমার বসত ঘরের বাড়ীর সামনের স্টীলের দরজার মধ্যে ৬টি ছিদ্র। এটা অজ্ঞাত কোন দুস্কৃতিকারীর ঘটনা। ঘটনার পর আমি ও আমার পরিবারের সদস্যদের মধ্যে ভয় কাজ করছে। আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকায় মাদক, জোয়া সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করে থাকি।

পাশাপাশি এলাকার দু:স্থ্য অসহায়দের পাশে থাকার চেষ্ঠা করি। এ ঘটনার পর মনে হচ্ছে অজ্ঞাত দুস্কৃতিকারী যে কোন সময় আমার বড় ধরনের ক্ষতিসাধন করিতে পারে। তাই বুধবার(৫ জানুয়ারী) রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ডায়েরী নং ২৫০, তাং ০৫/০১/২০২১ইং।

পরিশেষে তিনি বলেন, আমি নিরাপদে বাঁচতে চাই! প্রশাসনের সুষ্ঠু তদারকির মাধ্যমে সঠিক বিচার আশা করেন।