প্রতীবাদের হোক শুরু, আসুন তাদের পণ্য বয়কট করি

আগের সংবাদ

ফ্রান্স জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত পগবার

পরের সংবাদ

মনোহরদীতে জামগাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

নরসিংদী জেলা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২০ , ১১:২৯ অপরাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে জামগাছে ঝুলন্ত অবস্থায় সুরুজ মিয়া (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা নামা পাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা নামা পাড়া এলাকার মৃত আবদুল বারিক মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতো।

মনোহরদী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যা ৭ টায় সুরুজ মিয়া প্রতিদিনের মত বড়চাপা বাজারে যায়। প্রতিদিন রাত ১১ টা থেকে ১২ টার মধ্যে বাড়ি ফিরে আসলে ও গতকাল আর ফিরে আসে নি। পরে রাতে তার স্ত্রী আশে পাশে খোঁজ করলে ও সন্ধান পায় নি। সোমবার সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে জামগাছে ঝুলন্ত অবস্থায় সুরুজ মিয়াকে দেখতে পায় তার স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, এঘটনায় সোমবার দুপুরে সুরুজ মিয়ার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আর ময়নাতন্তের রিপোর্ট আসার পরে বলা যাবে এটি আত্বহত্যা না কি হত্যাকান্ড।